শিক্ষক নিবন্ধন পদে সুপারিশপ্রাপ্তদের করণীয়

শিক্ষক নিবন্ধন পদে সুপারিশপ্রাপ্তদের করণীয়: 

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধলক্ষাধিক শিক্ষক পদে নিবন্ধিতদের নিয়োগ সুপারিশ করেছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) ৷ সুপারিশপ্রাপ্তরা তাদের করণীয় সম্পর্কে জানতে চাচ্ছেন। 


শিক্ষক নিবন্ধন পদে সুপারিশপ্রাপ্তদের করণীয়


এনটিআরসিএর কর্মকর্তারা বলছেন, কিছু প্রক্রিয়াগত কাজ শেষে ওয়েবসাইটে প্রার্থীদের সুপারিশপত্র প্রকাশ করা হবে। তবে এ বছরে নতুন নিয়ম অনুযায়ী পুলিশ ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে , এরপর অ্যাপ্লিকেন্ট আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে সুপারিশপত্র ডাউনলোড করতে হবে। তারপর তা প্রিন্ট করতে হবে। এরপর সুপারিশপত্র ও সব সনদ নিয়ে নির্বাচিত প্রতিষ্ঠান যোগদান করতে হবে। সুপারিশপত্রে প্রার্থীদের যোগদান সংক্রান্ত সব নির্দেশনা দেয়া হবে।



শিক্ষক নিবন্ধন পদে সুপারিশপ্রাপ্তদের করণীয়

 

এদিকে সুপারিশপ্রাপ্তদের কি কি কাগজপত্র লাগবে সে বিষয়ে পরামর্শ দিয়েছেন এনটিআরসিএর সুপারিশপ্রাপ্ত শিক্ষকরা। 


আরো দেখুন:

NTRCA Third Gono Biggopti Result 2021 

 


 

NGI Teletalk Merit List 2021 | Vacant Post | e-Application Process


 

তারা জানান, 

সুপারিশ পত্র, 

শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত ফটোকপি, 

জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি ও সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজের সত্যয়িত ছবি সংযুক্ত করে নিয়োগপত্র প্রাপ্তির জন্য সুপারিশ প্রাপ্ত প্রতিষ্ঠানের প্রধান বরাবর আবেদন করতে হবে। 

এরপর নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রতিষ্ঠান প্রধান নিয়োগ পত্র প্রদান করবেন। নিয়োগ পত্র প্রাপ্তির পর নিয়োগ পত্রে উল্লেখিত সময়সীমার মধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে যোগদান করতে হবে।


শিক্ষকরা আরও জানিয়েছেন,  যোগদান করার পর প্রতিষ্ঠান প্রধানের ইউজার আইডি ও পাসওয়ার্ড ব্যবহার EMIS (স্কুল/কলেজের জন্য) অথবা MEMIS (মাদরাসার জন্য) সেলে অনলাইন এমপিওভূক্তির জন্য আবেদন করতে হবে।

 

NTRCA Joinning Letter Format 

শিক্ষক নিবন্ধন নির্বাচিত পদে যোগদান প্রসংগে

শিক্ষক নিবন্ধন পদে সুপারিশপ্রাপ্তদের করণীয়

শিক্ষক নিবন্ধন নিয়োগপত্র পাওয়ার জন্য আবেদন

শিক্ষক নিবন্ধন পদে সুপারিশপ্রাপ্তদের করণীয়

শিক্ষাবৃত্তি , চাকুরির সংবাদ, সরকারী রেজাল্টের আপডেট খবর জানার  জন্য আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন: 

https://www.facebook.com/groups/mybdresults24/


আপনার কোন জিজ্ঞাসা থাকলে করতে পারেন । নিচের কমেন্ট বক্সে ।


Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad