ভোটার নম্বর দিয়ে কিভাবে আইডি নম্বর বের করবেন ৷ NID Application System BD

বিভিন্ন কারনে আমাদের এনআইডি কার্ড হারিয়ে যায়। এনআইডি নম্বর সংরক্ষন করা না থাকলে অনেক সময় এনআইডি নম্বরের বিশেষ প্রয়োজন পড়ে। আপনার কাছে ভোটার নম্বর থাকলে জাতীয় পরিচয়পত্র নম্বর অনলাইনে দেখতে বা জানতে পারবেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে বিভিন্ন নির্বাচনের সময় ভোটকেন্দ্র সম্পর্কিত তথ্য যেমন- ভোটার তালিকার সিরিয়াল নম্বর, ভোটকেন্দের নম্বর ও নাম ইত্যাদি বিভিন্ন তথ্য জানতে পারবেন। যারা জাতীয় পরিচয়পত্র বিভিন্ন কারণে হারিয়ে ফেলেন তাদের ক্ষেত্রে অনেক সময় এনআইডি নম্বর না থাকার কারণে থানায় জিডি করা বা অন্য কোনো কাজে এনআইডি নম্বর বিশেষ প্রয়োজন পড়ে ৷ 

 

 

 

nid,nid card,nid number,how to get nid number from voter slip,voter no to nid,nid voter slip number,nid online copy,nid bd,voter number to nid number,voter id,how to get voter number to nid number,nidf voter slip number to nid number,how to get nid number from voter slip 2021,nid online copy download,nidf voter from number,nid card bd,new voter slip number nidffn,nid number জানুন ভোটার নম্বর থেকে,nid server copy,nid server copy download

আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনার ভোটার নম্বর দিয়ে অনলাইনে জাতীয় পরিচয়পত্র নম্বর বের করবেন ৷ নির্বাচন কমিশন ভোটার নম্বর/ফর্ম নম্বর/এনআইডি নম্বর দিয়ে জাতীয় পরিচয়পত্র নম্বর অনলাইনে পাওয়ার জন্য বিশেষ সুযোগ তৈরি করে দিয়েছে ৷  চলুন বিস্তারিত জেনে নিই।


Find NID Number With Voter Number 2022

ভোটার নম্বর দিয়ে জাতীয় পরিচয় পত্র নম্বর বের করতে হলে যা যা প্রয়োজন হবে-

১৷ ভোটার তালিকা হতে আপনার ১২ সংখ্যার ভোটার নম্বরটি ৷ ভোটার নম্বরটি স্থানীয় এলাকার কমিশনার/ মেম্বার/চেয়ারম্যানের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ৷ উপরের সব গুলো ব্যার্থ হলে আপনার উপজেলাধীন নির্বাচন কমিশন অফিস থেকে ভোটার নম্বরটি সংগ্রহ  করে নিতে পারবেন ৷  

২৷ আপনার জন্ম তারিখ 

 

 

আপনাকে যা করতে হবেঃ-

প্রথমে আপনি https://services.nidw.gov.bd/nid-pub/ এই ঠিকানায় প্রবেশ করুন৷ নিচের ছবির মত পেজ পাবেন

NID Application System Ianding Page-services.nidw.gov.bd/nid-pub/


 

National ID Card Online Copy Download | Voter NID BD 2021

 

 

তারপরে ভোটার তথ্য অপশনে ক্লিক করুন- 

 

 

 

Voter Information Using Voter Number- NID Application System BD





  • উপরের ঘরে প্রথম ঘরে আপনার ভোটার নং/ফর্ম নং/ আইডি নং বসান ৷ (নতুন ভোটার হলে নিবন্ধন স্লিপের নম্বর বসান
  • ২য় ঘরে আপনার জন্ম তারিখ বসান
  • ৩য় ঘরে প্রদর্শিত ক্যাপচা বসান
 

সর্বশেষ ভোটার তথ্য দেখুন বাটনে ক্লিক করলে নিচের মত দেখতে পাবেন৷ 

Voter Information BD-NID APPLICATION SYSTEM



সবকিছু ঠিক থাকলে আপনার ভোটার নম্বর এবং জাতীয় পরিচয়পত্র নম্বরসহ আরো প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন৷ 


ভোটার নম্বর দিয়ে আপনি থানায় জিডি করা সহ বাংলাদেশ নির্বাচন কমিশনের  এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম হতে NID কার্ড পাওয়ার জন্য আবেদন করতে পারবেন৷ 

 

 


কোন কিছু বুঝতে না পারলে বা এই সম্পর্কিত আপনার কোন প্রশ্ন থাকলে নিচের কমেন্ট বক্সে লিখুন। অথবা নিয়মিত আমাদের পোস্ট পড়তে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হন। 

ফেসবুক গ্রুপ: https://www.facebook.com/groups/mybdresults24/

 

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad