বিভিন্ন কারনে আমাদের এনআইডি কার্ড হারিয়ে যায়। এনআইডি নম্বর সংরক্ষন করা না থাকলে অনেক সময় এনআইডি নম্বরের বিশেষ প্রয়োজন পড়ে। আপনার কাছে ভোটার নম্বর থাকলে জাতীয় পরিচয়পত্র নম্বর অনলাইনে দেখতে বা জানতে পারবেন। নির্বাচন কমিশনের ওয়েবসাইট থেকে বিভিন্ন নির্বাচনের সময় ভোটকেন্দ্র সম্পর্কিত তথ্য যেমন- ভোটার তালিকার সিরিয়াল নম্বর, ভোটকেন্দের নম্বর ও নাম ইত্যাদি বিভিন্ন তথ্য জানতে পারবেন। যারা জাতীয় পরিচয়পত্র বিভিন্ন কারণে হারিয়ে ফেলেন তাদের ক্ষেত্রে অনেক সময় এনআইডি নম্বর না থাকার কারণে থানায় জিডি করা বা অন্য কোনো কাজে এনআইডি নম্বর বিশেষ প্রয়োজন পড়ে ৷
আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনার ভোটার নম্বর দিয়ে অনলাইনে জাতীয় পরিচয়পত্র নম্বর বের করবেন ৷ নির্বাচন কমিশন ভোটার নম্বর/ফর্ম নম্বর/এনআইডি নম্বর দিয়ে জাতীয় পরিচয়পত্র নম্বর অনলাইনে পাওয়ার জন্য বিশেষ সুযোগ তৈরি করে দিয়েছে ৷ চলুন বিস্তারিত জেনে নিই।
Find NID Number With Voter Number 2022
ভোটার নম্বর দিয়ে জাতীয় পরিচয় পত্র নম্বর বের করতে হলে যা যা প্রয়োজন হবে-
১৷ ভোটার তালিকা হতে আপনার ১২ সংখ্যার ভোটার নম্বরটি ৷ ভোটার নম্বরটি স্থানীয় এলাকার কমিশনার/ মেম্বার/চেয়ারম্যানের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন ৷ উপরের সব গুলো ব্যার্থ হলে আপনার উপজেলাধীন নির্বাচন কমিশন অফিস থেকে ভোটার নম্বরটি সংগ্রহ করে নিতে পারবেন ৷
২৷ আপনার জন্ম তারিখ
আপনাকে যা করতে হবেঃ-
প্রথমে আপনি https://services.nidw.gov.bd/nid-pub/ এই ঠিকানায় প্রবেশ করুন৷ নিচের ছবির মত পেজ পাবেন
National ID Card Online Copy Download | Voter NID BD 2021
তারপরে ভোটার তথ্য অপশনে ক্লিক করুন-
- উপরের ঘরে প্রথম ঘরে আপনার ভোটার নং/ফর্ম নং/ আইডি নং বসান ৷ (নতুন ভোটার হলে নিবন্ধন স্লিপের নম্বর বসান
- ২য় ঘরে আপনার জন্ম তারিখ বসান
- ৩য় ঘরে প্রদর্শিত ক্যাপচা বসান
সর্বশেষ ভোটার তথ্য দেখুন বাটনে ক্লিক করলে নিচের মত দেখতে পাবেন৷
সবকিছু ঠিক থাকলে আপনার ভোটার নম্বর এবং জাতীয় পরিচয়পত্র নম্বরসহ আরো প্রয়োজনীয় তথ্য পেয়ে যাবেন৷
ভোটার নম্বর দিয়ে আপনি থানায় জিডি করা সহ বাংলাদেশ নির্বাচন কমিশনের এনআইডি অ্যাপ্লিকেশন সিস্টেম হতে NID কার্ড পাওয়ার জন্য আবেদন করতে পারবেন৷
কোন কিছু বুঝতে না পারলে বা এই সম্পর্কিত আপনার কোন প্রশ্ন থাকলে নিচের কমেন্ট বক্সে লিখুন। অথবা নিয়মিত আমাদের পোস্ট পড়তে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হন।
ফেসবুক গ্রুপ: https://www.facebook.com/groups/mybdresults24/
New gamers get to get pleasure from an impressive welcome bonus of 230% on preliminary deposits + forty five free spins on Neon Wheel 7’s. That's a money boost that may actually 바카라 allow you to hit the ground operating. Many people have shared their totally different views on the existence of online gambling. Below are 25 well-liked quotes that express selection of|quite lots of|a big selection of} ideologies in relation to gambling. When you recharge, may be} sure to get rewards and additional money to play with phrases of|when it comes to|by method of} bonuses.
ReplyDelete