প্রাইম ব্যাংক ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ২০২২ | Prime Bank Foundation Scholarship 2022

 

প্রাইম ব্যাংক ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ২০২২- scholarship.primebankfoundation.org

প্রাইম ব্যাংক ফাউন্ডেশন ২০০৭ সাল থেকে দরিদ্র্য, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করে আসছে। তারই ধারাবাহিকতায় কেবলমাত্র ২০২১ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে বর্তমানে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে স্নাতক প্রথম বর্ষে অধ্যায়নরত ছাত্র-ছাত্রীদের জন্য প্রাইম ব্যাংক শিক্ষাবৃত্তি সার্কুলার প্রকাশ করেছে

 

 

 

প্রাইম ব্যাংক ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ২০২২

আবেদনের যোগ্যতা:

  • ২০২১ সালে এইচএসসি পাশ করেছে বর্তমানে স্নাতক পর্যায়ে অধ্যয়নরত।
  •  এসএসসি এবং এইচএসসি তে মোট জিপিএ ছাত্র: ৯.০০ এবং ছাত্রী: ৮.৮ (কেবলমাত্র আর্থিক দুর্দশাগ্রস্ত পরিবারের সন্তানেরা আবেদন করতে পারবে)
  • অভিভাবকের মাসিক আয় ১০ হাজার টাকার উপরে না


 

আরো পড়ুন- 

Alim Scholarship Result 2022 Published | আলিম বৃত্তি ফলাফল ২০২২ মাদ্রাসা শিক্ষা বোর্ড

 

DPE Recruitment 1st Phase Written Result | প্রথম ধাপের ২২ জেলার ফলাফল পিডিএফ ডাউনলোড

 

 

 

 

প্রাইম ব্যাংক ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি আবেদনের নিয়ম:

আগ্রহী ছাত্র-ছাত্রদের প্রাইম ব্যাংক ফাউন্ডেশন এর শিক্ষাবৃত্তি ওয়েবসাইট যেতে হবে । ওয়েবসাইটটির ঠিকানা হচ্ছে https://scholarship.primebankfoundation.org

 

  • ধাপ-১: আবেদনপত্রটি ডাউনলোড করুন ডাউনলোড
 
  • ধাপ-২: আবেদনপত্রে করণীয়:  
    • আবেদনপত্রের প্রথম পাতার উপরের ডান পাশে আবেদনকারীর পাসপোর্ট সাইজের রঙিন ছবি সংযুক্ত করতে হবে নমুনা দেখুন
     
    • আবেদনপত্রের প্রথম পাতার "অংশ ৪ বর্তমানে অধ্যায়নরত প্রতিষ্ঠান/ বিভাগীয় প্রধানের সিলমোহরসহ স্বাক্ষর ও তারিখ " সংগ্রহ করতে হবে নমুনা দেখুন
     
  • ধাপ-৩: যে সকল কাগজপত্রের স্ক্যান কপি আপলোড করতে হবে তা - (100 dpi Resolution)
    • আবেদনপত্রের উভয় পাতা (একটি পিডিএফ ফরম্যাট ফাইল) - সর্বোচ্চ ৩০০ কিলোবাইট
    • পিতার/মাতার/অভিভাবকের মাসিক আয়ের সনদপত্র (একটি ফটো ফরম্যাট ফাইল) - সর্বোচ্চ ৫০০ কিলোবাইট
    • এসএসসি নম্বরপত্র (একটি ফটো ফরম্যাট ফাইল) - সর্বোচ্চ ৫০০ কিলোবাইট
    • এইচএসসি নম্বরপত্র (একটি ফটো ফরম্যাট ফাইল) - সর্বোচ্চ ৫০০ কিলোবাইট
    • বর্তমানে স্নাতক পর্যায়ে ভর্তির রশিদ (একটি ফটো ফরম্যাট ফাইল) - সর্বোচ্চ ৫০০ কিলোবাইট
     





উপরে বর্ণিত কাজগুলো সম্পন্ন হওয়ার পরে https://scholarship.primebankfoundation.org/ ভিজিট করে সচল মোবাইল নম্বর ও পাসওয়ার্ড প্রদান করে লগইন করতে হবে। লগ ইন করার পরে প্রয়োজনীয় তথ্য প্রদান করার পরে সব শেষে Submit বাটনে ক্লিক করতে হবে। 


  • ধাপ-৪: লগইন করার পর যা করণীয় (মোবাইল নম্বর ও পাসওয়ার্ড অবশ্যই সংরক্ষণ করে রাখবেন প্রয়োজনে লগইন করার জন্য)
    • আবেদন ফর্ম পূরণে যা করণীয়
      • অংশ ১ ব্যাক্তিগত তথ্য (ইংরেজিতে)
      • অংশ ২ শিক্ষা সংক্রান্ত তথ্য (ইংরেজিতে)
      • অংশ ৩ বর্তমানে স্নাতক পর্যায়ে অধ্যয়ণরত শিক্ষার বিবরণ (ইংরেজিতে)
      • অংশ ৫ পারিবারিক আয়ের বিবরণ (ইংরেজিতে)
      • অংশ ৬ বিশেষ কোন কারণ যেমন (ইংরেজিতে)
      • অংশ ৭ অন্যান্য কোন ব্যাংক/ আর্থিক প্রতিষ্ঠান থেকে বৃত্তি প্রাপ্ত হইলে (ইংরেজিতে)
      • অংশ ৮ সংযুক্তি (স্ক্যান করে আবেদনপত্রের উভয় পাতা, মাসিক আয়ের সনদপত্র, এসএসসি নম্বরপত্র, এইচএসসি নম্বরপত্র এবং বর্তমানে স্নাতক পর্যায়ে ভর্তির রশিদ)
      • সাবমিট (Submit) বাটনে চাপ দিতে হবে



Prime Bank Foundation Scholarship Circular 2022

Prime Bank CSR Program Scholarship 2022
প্রাইম ব্যাংক ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি ২০২২ সার্কুলার





আবেদন পাঠানোর সময়সীমা:-

ডাউনলোড ও পূরণকৃত আবেদনপত্রটি প্রয়োজনীয় সকল চাহিত তথ্যাদি সন্নিবেশপূর্বক ১৫ জুন, ২০২২ তারিখের মধ্যে https://scholarship.primebankfoundation.org/ ওয়েবসাইটিতে লগইন করে অনলাইনে জমা দিতে হবে। 


শিক্ষাবৃত্তি ও শিক্ষাবিষয়ক তথ্য সবার আগে পেতে জন্য আমাদের ফেসবুক গ্রুপে যোগ দিন- https://www.facebook.com/groups/mybdresults24

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad