Master of Education (MED) Admission Circular 2024-Bangladesh Open University

Master of Education (MED) Admission Circular for the Session of 2024-2025 (Batch- 2024) Under Bangladesh Open University bou.ac.bd. Interested Students have to Apply online at https://osapsnew.bou.ac.bd/ Website. BEd/BMEd/Dip in Education/Belt/BAGEd/BPEd/DPEd Honors Degree from any Approved University of Bangladesh.


 

MED Admission Circular 2024-Bangladesh Open University

 

Bangladesh Open University (MED) Admission Circular 2024

Master of Education Med Admission Date and Time:

Online Admission Deadline: 19 March 2024 To 21 April 2024

Application Fee: 700/- (MFS Charge Applicable)

Primary Selected Candidate List and Viva Voce: 30 April, 2024

Online Admit Card: 06 May 2024 to before the viva voce Date


MED Admission Eligibility 2024-Bangladesh Open University:

Interested Applicants in Bangladesh Open University MEd (Master of Education) Program 2024 must have BEd-BMEd/Dip in Ed/Belt/BAGEd/BPEd-DPEd Equivalent Degree from any Approved University in Bangladesh.

 

BOU MED Admission Circular 2024

BOU MEd Online Application Form 2024

Online Student Admission and Payment System (OSAPS) of Bangladesh Open University (BOU). OSAPS is an online platform that allows students to apply for admission, pay tuition fees, and access other student services such as academic records, course registration, and exam results.


Visit the OSAPS website at https://osapsnew.bou.ac.bd

Click on "School of Education (SOE) Menu"
Click on the "Apply Now" button
Fill out the registration form
Click on the "Submit" button to complete the registration process.

 

Once your account is activated, you can log in to the OSAPS system using your User ID  and password. From the dashboard, you can access various services such as admission application, payment of fees, and academic records.


It's important to note that you should follow the instructions carefully while using the OSAPS system to avoid any mistakes or errors in the admission or payment process. In case of any difficulties or issues, you can contact the BOU admission office or IT support team for assistance.

 

Master of Education (MED) Admission Circular 2024-Bangladesh Open University

How To Apply for Master of Education MED Admission in Bangladesh Open University. The Process has been given below.

Visit https://osapsnew.bou.ac.bd টাইপ করে ব্রাউজ করুন। Offered Programs সেকশন এর অধীনে School of Education (SOE)-এ ক্লিক করে এমএড প্রোগ্রামের পাশে প্রদর্শিত Apply Now বাটনে ক্লিক করুন। 

এমএড প্রোগ্রামে ভর্তি আবেদনের নির্দেশাবলি গুরুত্ব সহকারে পড়ে পুনরায় Apply Now বাটনে ক্লিক করুন। অনলাইন-এ আবেদন ফরমটির General Information ধাপ যথাযথভাবে পূরণ করে Next বাটনে ক্লিক করুন। Personal Information ধাপ যথাযথভাবে পূরণ করে সদ্য তোলা ফটো ( 300x300 JPG Format) এবং আপনার স্ক্যান করা স্বাক্ষর (300×100 JPG Format) আপলোড করে Next বাটনে ক্লিক করুন। 

Academic Information ধাপে আপনার শিক্ষাগত যোগ্যতার তথ্য সঠিকভাবে পূরণ করুন এবং অভিজ্ঞতার তথ্য (যদি থাকে) Professional Information ধাপে সঠিকভাবে পূরণ করে Finish বাটনে ক্লিক করুন। সঠিকভাবে ফরম পূরণ শেষে আপনার মোবাইলে SMS এবং ই-মেইলে Temporary User ID ও Password প্রেরণ করা হবে। Proceed to Payment বাটনে ক্লিক করার পর প্রদর্শিত Online Payment Gateway সমূহ থেকে যে কোনো একটি MFS ব্যবহার করে ফি জমা দেয়া যাবে। সফলভাবে ফি জমাদান শেষে ’Payment has been completed successfully” মেসেজ প্রদর্শিত হবে এবং SMS ও ই-মেইলের মাধ্যমে অবহিত করা হবে। 

 

এমএড প্রোগ্রামে ভর্তির আবেদন ফি ৭০০/- (সাতশত টাকা) এবং প্রযোজ্য MFS চার্জ আবেদনকারী বহন করবেন। অনলাইন ভর্তি সংক্রান্ত আপনার যে কোনো পরামর্শ/অভিযোগের জন্য OSAPS-এর হেল্পলাইন নম্বরে অথবা ই-মেইলে (help.osaps@bou.ac.bd)-এ অবহিত করুন। OSAPS-এর হেল্পলাইন নম্বর: ০১৬১৮-৯৭৭২৩৭, ০১৯০৭-৪৫১৬১২ (সকাল ৯.০০টা থেকে বিকাল ৩.০০টা পর্যন্ত, রবিবার থেকে শুক্রবার)।
প্রয়োজনে কোনো সমস্যা হলে ০৩ (তিন) কার্য-দিবসের মধ্যে আইসিটি হেড, আইসিটি এন্ড ই-লার্নিং সেন্টার, বাউবি'তে যোগাযোগ করতে হবে। Temporary User ID ও Password ব্যবহার করে প্রদর্শিত আবেদনপত্রটি প্রিন্ট করে শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র ও নম্বরপত্রসমূহ এবং অভিজ্ঞতার প্রত্যয়নপত্র (যদি থাকে) ১৯-০৩-২০২৪ থেকে ২২-০৪-২০২৪ তারিখের মধ্যে সংশ্লিষ্ট বাউবি'র আঞ্চলিক/উপ-আঞ্চলিক কেন্দ্রে জমা দিতে হবে (শনিবার ও রবিবার সাপ্তাহিক ছুটিসহ যে কোনো সরকারি ছুটির দিন আঞ্চলিক/উপ-আঞ্চলিক কেন্দ্র বন্ধ থাকে)। আবেদনপত্র যাচাই-বাছাইয়ের পর কেবলমাত্র প্রাথমিকভাবে নির্বাচিতরাই মৌখিক পরীক্ষার জন্য যোগ্য বলে বিবেচিত হবেন এবং তাদের তালিকা বাউবি'র ওয়েবসাইটে ৩০-০৪-২০২৪ তারিখে দেয়া হবে। এছাড়া তাদেরকে মোবাইলে SMS-এর মাধ্যমে নিশ্চিত করা হবে।

BOU MEd Online Application Form 2023



Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad