৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষা ২০২৫ এর বিজ্ঞপ্তি ও ফরম পূরণ নির্দেশিকা
৪৯তম বিশেষ বিসিএস পরীক্ষা ২০২৫ এর বিজ্ঞপ্তি ও ফরম পূরণ নির্দেশিকা
৪৯তম বিসিএস বিশেষ পরীক্ষা ২০২৫ এর বিজ্ঞপ্তি ও ফরম পূরণের নির্দেশিকা ২১/০৭/২০২৫ তারিখে প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তিটি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের ওয়েবসাইটে http://www.bpsc.gov.bd/ পাওয়া যাবে।
বাংলাদেশ সিভিল সার্ভিস (সাধারণ শিক্ষা) ক্যাডারের শূন্য পদসমূহ প্রতিযোগিতামূলক ৪৯তম বিসিএস (বিশেষ) পরীক্ষা ২০২৫ অনলাইনের মাধ্যমে আবেদনপত্র আহবান করা হচ্ছে।
৪৯তম বিসিএস বিশেষ পরীক্ষার সময়সীমা-49 BCS Special Examination Date & Time
অনলাইনে ৪৯তম বি.সি.এস. (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর আবেদনপত্র (BPSC Form-1) পুরণ এবং পরীক্ষার ফি জমাদানের সময়
- আবেদনপত্র পূরণ ও ফি জমাদান শুরুর তারিখ ও সময়: ২২.০৭.২০১৫খ্রি. তারিখ, বাংলাদেশ প্রমাণ সময় দুপুর ১২.০০ মিনিট।
- আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময়: ২২.০৮.২০২৫ তারিখ, বাংলাদেশ প্রমাণ সময় সন্ধ্যা ৬.০০ মিনিট।
- আবেদনপত্র জমাদানের শেষ তারিখ অর্থাৎ ২২.০৮.২০২৫ তারিখ, বাংলাদশে প্রমাণ সময় সন্ধ্যা ৬.০০ মিনিটের মধ্যে System হতে স্বয়ংক্রয়িভাবে User ID প্রাপ্ত প্রার্থীরাই কেবল উক্ত সময়ের পরবর্তী ৭২ ঘণ্টা (অর্থাৎ ২৫.০৮.২০২৫ তারিখ, বাংলাদশ প্রমাণ সময় সন্ধ্যা ৬.০০ মিনিট পর্যন্ত) সময়ের মধ্যে বিজ্ঞপ্তির ১২.০ নম্বর অনুচ্ছেদের নির্দেশনা অনুসরণ করে ফি জমা দিতে পারবেন। নির্ধারিত তারিখ ও সময়ের পর কোন আবেদনপত্র গ্রহণ করা হবে না।
সাধারণ শিক্ষা (সরকারি সাধারণ কলেজসমূহের জন্য) শূণ্য পদের সংখ্যা- ৬৫৩ টি
সাধারণ শিক্ষা (সরকারি শিক্ষক প্রশিক্ষণ কলেজসমূহের জন্য) শূণ্য পদের সংখ্যা- ৩০ টি
বিভিন্ন ক্যাডারের সর্বমোট শুন্যপদের সংখ্যা ৬৫৩+৩০=৬৮৩
৪৯তম বিশেষ বিসিএস লিখিত পরীক্ষা (MCQ Type) এর বিষয়সমূহ, নম্বর বন্টন, সময় ও গুরুত্বপূর্ণ তথ্যাদি
বিষয় |
নম্বর বন্টন |
সময় |
বাংলা |
২০ |
২ ঘন্টা |
ইংরেজি |
২০ |
|
বাংলাদেশ বিষয়াবলি |
২০ |
|
আন্তজার্তিক বিষয়াবলি |
২০ |
|
মানসিক দক্ষতা |
১০ |
|
গাণিতিক যুক্তি |
১০ |
|
সংশ্লিষ্ট ক্যাডার এবং প্রযোজ্য ক্ষেত্রে পদের জন্য প্রাসঙ্গিক
বিষয় |
১০০ |
পরীক্ষা কেন্দ্র- লিখিত পরীক্ষা (MCQ Type) কেবলমাত্র ঢাকা কেন্দ্রে অনুষ্ঠিত হবে। প্রার্থী সংখ্যা এবং পরিস্থিতি বিবেচনায় কমিশনের সিদ্ধান্তের পরিপ্রেক্ষিতে ঢাকার বাইরে অন্যান্য কেন্দ্রে ৪৯তম বিসিএস পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে।
বিজ্ঞপ্তিটি টেলিটক বাংলাদেশ লি. এর ওয়েবসাইটেও পাওয়া যাবে। http://bpsc.teletalk.com.bd
বয়স সীমা: ০১.০৭.২০২৫ খ্রি: তারিখে প্রার্থীর বয়স- ২১ হতে ৩২ বছর পর্যন্ত। প্রার্থীর বয়স কম বা বেশী হলে আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না।
৪৯তম বিসিএস পরীক্ষা বিশেষ এর ফি জমা দেয়ার পদ্ধতি
প্রথম SMS: BCS <space>User ID লিখে send করুন 16222 নম্বরে।
Example: BCS QRNTCBTP
Reply: Applicant's Name, Tk-200 (Tk-50 for Physically Disabled, Ethnic Minority Group and Third Gender Group Candidates) will be charged as Application Fee. Your PIN is (8 digit number) 12345678.
To Pay Fee, type BCS < Space>Yes<Space>PIN and send to 16222
দ্বিতীয় SMS: BCS <space>Yes<Space>PIN লিখে send করুন 16222 নম্বরে
Example: BCS YES 12345678
Reply: Congratulations! Applicant's Name, payment completed successfully for 49th BCS (Special) Examination- 2025. User ID is (xxxxxxxx) and Password (xxxxxxxx)
N.B.: For Lost Password, Please Type BCS<Space>HELP<Space>SSC Board <Space> SSC Roll<Space>SSC Year and send to 16222
৪৯তম বিসিএস বিশেষ পরীক্ষার আবেদন: 49th BCS Special Application
অনলাইনের মাধ্যমে BPSC Form-1 পূরণের জন্য Web Address www.bpsc.gov.bd অথবা টেলিটক বাংলাদেশ এর Web Address http://bpsc.teletalk.com.bd এ Online Application Form ওপেন করলে BPSC Form-1-এর অপশনসহ Instrucations for Submitting Application এর সংশ্লিষ্ট অংশ দৃশ্যমান হবে।