যশোরের শার্শা উপজেলায় স্মার্ট এনআইডি কার্ড বিতরণ সময়সূচি-স্মার্ট কার্ড কিভাবে পাবেন: যশোর জেলার শার্শা উপজেলায় স্মার্ট এনআইডি কার্ড (Smart NID Card) বিতরণ শুরু হবে আগামী ০৩ ডিসেম্বর ২০২৪ তারিখ মঙ্গলবার থেকে । উপজেলা নির্বাহী অফিসার শার্শা যশোর জনাব কাজী নাজিব হাসান স্বাক্ষরিত শার্শা উপজেলায় স্মার্ট কার্ড বিতরণ সূচি প্রকাশিত হয়েছে।
উপজেলা প্রশাসন শার্শা যশোর ও উপজেলা নির্বাচন অফিস শার্শা যশোরের সার্বিক তত্বাবধানের মাধ্যমে শার্শা উপজেলার ২০০৭-২০০৮ সালের ভোটারগণ এই স্মার্ট কার্ড পাবেন। স্মার্ট কার্ড গ্রহণ করার জন্য ব্যক্তিকে নিজে উপস্থিত থেকে তার বায়োমেট্রিক প্রদান সাপেক্ষে স্মার্ট কার্ড গ্রহণ করতে পারবেন। যারা স্মার্ট কার্ড নির্দিষ্ট সময়ের মধ্যে বিতরণ কেন্দ্র থেকে কার্ড গ্রহণ করতে পারবেন না, তারা পরবর্তীতে উপজেলা নির্বাচন অফিস শার্শা, যশোর থেকে বায়োমেট্রিক প্রদান করে স্মার্ট কার্ড গ্রহণ করতে পারবেন।
শার্শা উপজেলায় ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা আছে। বেনাপোল পৌরসভায় প্রথম বিতরণ করা হবে। সর্বশেষে ডিহি ইউনিয়ন প্রদান করে বিতরণ কার্যক্রম শেষ হবে।
শার্শা উপজেলায় স্মার্ট এনআইডি কার্ড কারা পাবে ?
২০০৮ সাল থেকে শুরু করে ২০১৮ সালের ভোটারগণ স্মার্ট কার্ড পাবেন বলে ধারণা করা হচ্ছে। আপনার স্মার্ট কার্ডটি মুদ্রিত হয়েছে কিনা জানতে পারবেন। Smart Card Status জানার জন্য আপনাকে বাংলাদেশ নির্বাচন কমিশনের https://services.nidw.gov.bd/nid-pub/card-status লিংকে প্রবেশ করতে হবে। ইতিমধ্যে ২০১৯ সালের হালনাগাদের ভোটারগণ স্মার্ট কার্ড পেয়েছেন।
স্মার্ট এনআইডি কার্ড গ্রহণ করতে কি প্রয়োজন ?
স্মার্ট জাতীয় পরিচয়পত্র গ্রহণ করার জন্য আপনার পুরাতন জাতীয় পরিচয়পত্রটি অথবা জাতীয় পরিচয়পত্রের ফটোকপি বিতরণ কেন্দ্রে নিয়ে আসতে হবে। সাম্প্রতিক সময়ে ভোটার হয়ে থাকলে আপনার ভোটার স্লিপটি সঙ্গে করে নিয়ে আসতে হবে।
স্মার্ট কার্ডের ছবি পরিবর্তন করা যাবে কি?
আপনার পুরাতন জাতীয় পরিচয়পত্রের স্মার্ট রূপটিই হলো স্মার্ট এনআইডি কার্ড। স্মার্ট কার্ড হলো আধুনিক সুবিধা ও চিপ সম্বলিত একটি কার্ড। অনেকে স্মার্ট কার্ডের ছবি পরিবর্তন করতে চান, আপনি কার্ডের ছবি পরিবর্তন করতে চাইলে সংশ্লিষ্ট উপজেলা নির্বাচন অফিসে যোগাযোগ করতে হবে।
স্মার্ট কার্ড স্ট্যাটাস কিভাবে জানবেন?
আপনার স্মার্ট কার্ডটি মুদ্রিত হয়েছে কিনা আপনি সহজে জানার জন্য প্রদত্ত লিংকে প্রবেশ করুন এবং নির্দেশনা অনুসরন করুন-NID Smart Card Status Check Online কিভাবে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করবেন
আরো পড়ুন:
NID Smart Card Status Check Online কিভাবে স্মার্ট কার্ড স্ট্যাটাস চেক করবেন