শিক্ষক নিবন্ধন বিশেষ গণ বিজ্ঞপ্তি সেসিপ ২০২১ | NTRCA Special Mass Circular প্রকাশিত

শিক্ষক নিবন্ধন বিশেষ গণ বিজ্ঞপ্তি সেসিপ  ২০২১


শিক্ষক নিবন্ধন বিশেষ গণ বিজ্ঞপ্তি সেসিপ  ২০২১ | NTRCA  Special Mass Circular : শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন সেকেন্ডারি এডুকেশন সেক্টর ইনভেস্টমেন্ট প্রােগ্রাম (সেসিপ)-এর চাহিদার ভিত্তিতে সাধারণ শিক্ষা ধারার শিক্ষা প্রতিষ্ঠানে (মাধ্যমিক বিদ্যালয়/দাখিল মাদরাসা) ভােকেশনাল কোর্স চালুর লক্ষ্যে নিম্নবর্ণিত শূন্য পদ সমূহে আগ্রহী নিবন্ধনধারী
প্রার্থীদের নিকট হতে নিম্নলিখিত শর্তে অনলাইনে আবেদন (e-Application) আহবান করা যাচ্ছে । শিক্ষক নিবন্ধনের বিশেষ গণবিজ্ঞপ্তি সম্পর্কে www.mybdresults24.com ওয়েবসাইটে বিস্তারিত আলোচনা করা হবে। 


উল্লিখিত পদসমূহের শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক তালিকা এনটিআরসিএ'র ওয়েবসাইট www.ntrca.gov.bd এবং টেলিটক বাংলাদেশ লিমিটেড ওয়েবসাইট http://ngi.teletalk.com.bd-এ প্রকাশ করা হয়েছে।







শিক্ষক নিবন্ধন বিশেষ গণ বিজ্ঞপ্তি সেসিপ  ২০২১ | NTRCA  Special Mass Circular




শিক্ষক নিবন্ধন বিশেষ গণ বিজ্ঞপ্তি সেসিপ  ২০২১ | NTRCA  Special Mass Circular 


আবেদনকারীকে আবশ্যিকভাবে এনটিআরসিএ কর্তৃক সংশ্লিষ্ট বিষয়ে নিবন্ধনধারী এবং সমন্বিত মেধা
তালিকাভুক্ত হতে হবে। এছাড়া মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ এবং কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ
থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামাে অনুযায়ী কাম্য শিক্ষাগত যােগ্যতা থাকতে হবে।

আবেদনকারীর বয়স ০১ জানুয়ারি ২০২১ খ্রিঃ তারিখে ৩৫ বছর বা তার কম হতে হবে। তবে শিক্ষক
নিবন্ধন পরীক্ষায় উত্তীর্ণ ইনডেক্সধারী প্রার্থী এবং মহামান্য সুপ্রীম কোর্টের আপিল বিভাগের ৩৯০০/২০১৯ নং মামলার রায় অনুযায়ী ১২.০৬.২০১৮ খ্রিষ্টাব্দ তারিখের পূর্বে যারা শিক্ষক নিবন্ধন সনদ লাভ করেছেন তাদের ক্ষেত্রে বয়সসীমা শিথিলযােগ্য।

প্রত্যেক আবেদনের জন্য আবেদনকারীকে ১০০ টাকা হারে ফি জমা দিতে হবে। নির্ধারিত হারে ফি জমা না দিলে আবেদনটি বাতিল বলে গণ্য হবে।






শিক্ষক নিবন্ধন বিশেষ গণবিজ্ঞপ্তির সময়সূচি ২০২১



 e-Application পূরণ ও ফি জমা প্রদান শুরুর তারিখ ও সময়: ০৮/০৮/২০২১ খ্রি: সকাল ১০.০০ ঘটিকা।

e- Application জমা প্রদানের শেষ তারিখ ও সময়: ৩১/০৮/২০২১ খ্রি: তারিখ সময় রাত ১২.০০ ঘটিকা পর্যন্ত। 

মোট পদের সংখ্যা- ৬৮৮ টি

পদের ধরন- এমপিও

মোট শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা- ৪৬৮ টি




আরো পড়ুন: 









৩১/০৮/২০২১ খ্রি: তারিখ রাত ১২.০০ হতে শুধু Application ID প্রাপ্ত প্রার্থীগণ উক্ত সময়ের পরবর্তী ৭২ ঘন্টার মধ্যে অর্থাৎ ০৩/০৯/২০২১ খ্রি: তারিখ রাত ১২.০০ টা পর্যন্ত SMS এর মাধ্যমে ফি জমা দিতে পারবেন।

অনলাইনে আবেদন ও ফি জমা দেওয়া সংক্রান্ত নিয়ম টেলিটক বাংলাদেশ লিমিটেড এর
http://ngi.teletalk.com.bd ওয়েবসাইট এবং www.ntrca.gov.bd
ওয়েবসাইট-এ স্বতন্ত্রভাবে প্রদর্শন করা হয়েছে। এ বিষয়ের একটি নমুনা (ডেমাে) টেলিটক
বাংলাদেশ লিমিটেড এর http://ngi.teletalk.com.bd ওয়েবসাইটে পাওয়া যাবে।




NTRCA Special Mass Circular Download



e- Application ফরম পূরণের ক্ষেত্রে আবেদনকারীর নামের বানানসহ NID নম্বর স্থায়ী ও অস্থায়ী ঠিকানা ও অন্যান্য তথ্যাদি শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফরম পূরণের সময় প্রদত্ত তথ্যের অনুরূপ
হতে হবে। নামের বানান অনুরূপ না হলে বা ভুল বানান ব্যবহার করলে কম্পিউটার Processing এ
বিভ্রাট ঘটবে যার দায় সংশ্লিষ্ট আবেদনকারীকে বহন করতে হবে।
সকল বৈধ আবেদনকারী অনলাইনে সফলভাবে আবেদন পেশ করার পর প্রতিটি পদের জন্য
এনটিআরসিএ'র পক্ষ থেকে টেলিটকের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে একটি SMS পাবেন। আবেদনকারীকে
দাখিলকৃত আবেদনের একটি প্রিন্ট কপি স্ব উদ্যোগে সংরক্ষণ করতে হবে।





যিনি যে বিষয়ে এনটিআরসিএ'র নিবন্ধন সনদধারী তিনি e-Advertisement এ প্রদর্শিত তার
সংশ্লিষ্ট বিষয়/বিষয়সমূহের বিপরীতে তালিকায় বর্ণিত সকল প্রতিষ্ঠানের সকল পদে আবেদন করতে
পারবেন। তবে এক ব্যক্তি একাধিক প্রতিষ্ঠানের একাধিক পদে আবেদন করলে পছন্দের ক্রম উল্লেখ করে দিতে হবে। তার পছন্দ ও মেধাক্রম অনুসারে মাত্র একটি পদের বিপরীতে তাকে নিয়ােগের জন্য সুপারিশ করা হবে। শিক্ষা মন্ত্রণালয় থেকে জারিকৃত সর্বশেষ জনবল কাঠামাে অনুযায়ী প্রার্থীকে আবশ্যিকভাবে কেবলমাত্র তার শিক্ষক নিবন্ধন সনদে উল্লিখিত বিষয় সংশ্লিষ্ট পদে আবেদন করতে হবে।  প্রাপ্ত আবেদনসমূহ সরকারি বিধি-বিধান অনুসরণ করে যাচাই অন্তে সমন্বিত জাতীয় মেধা তালিকা হতে মেধা ও পছন্দক্রমের ভিত্তিতে প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীগণকে ফলাফল SMS এর মাধ্যমে অবহিত করা হবে। প্রাথমিকভাবে নির্বাচিত প্রার্থীগনের নিরাপত্তা/পুলিশ ভেরিফিকেশনের পর নিয়ােগের জন্য সুপারিশপত্র প্রেরণ করা হবে এবং নির্বাচিত প্রার্থী ও সংশ্লিষ্ট প্রধানকে তা SMS এর মাধ্যমে অবহিত করা হবে।


নিয়ােগ আবেদন (e-Application) ফরমটি পূরণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের জন্য পরামর্শ
প্রদান করা হলাে। নিজের নামের বানান, এনআইডি নম্বর, স্থায়ী ও অস্থায়ী ঠিকানাসহ অন্যান্য তথ্যাদি
সঠিকভাবে লিপিবদ্ধ করতে হবে। ফরম পূরণ শেষে একবার আবেদন ফি জমা হয়ে গেলে এপ্লিকেশন ফর্ম কোন ভাবেই সংশােধনের সুযােগ থাকবে না। e-Application এ ভুলের জন্য আবেদন বাতিল
হলে এনটিআরসিএ দায়ী থাকবে না।


NTRCA বিশেষ গণবিজ্ঞপ্তি পদের জন্য আবেদন করুন




শিক্ষক নিবন্ধন, চাকুরী, ও পাবলিক পরীক্ষার ফলাফল জানার জন্য আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন। www.facebook.com/groups/mybdresults24

Tags

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad